জিআরএস’রা বেতন পাচ্ছেন না

--8D03f2

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ সারা রাজ্যেই গ্রাম রোজগার সেবক (জিআরএস), রেগা কাজের  অ্যাকাডন্টেন্ট, প্রমুখের বেতন হয়নি৷ কয়েক হাজার মানুষ বেতনের জন্য বসে আছেন, মাসের দেড় সপ্তাহ শেষ হয়ে গেছে৷ দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বেশ কয়েকজন জিআরএস এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে চুক্তিবদ্ধ ওই কর্মীরা এখনও টাকা পাননি৷ জিআরএস’রা বহু বছর ধরেই চুক্তিবদ্ধ অবস্থায় আছেন৷ মাসের শেষে টাকাও পান তের হাজার টাকা৷ অন্যদেরও অবস্থা কম-বেশি একই রকম৷  ‘ডাবল’ কিংবা ‘ট্রিপল’ ইঞ্জিন হলেও তারা নিয়মিত হননি , যদিও নিয়মিত করার প্রতিশ্রুতি ছিল, আর এখন টাকাও পাচ্ছেন না৷ 


বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ‘ফান্ড’ নেই, তাই টাকা  ঢুকছে না জিআরএসদের অ্যাকাউন্টে৷ ‘‘ফান্ড ট্রান্সফার অর্ডার ( এফটিও) করা হয়েছে, কিন্তু টাকা এখ...

এই সংবাদ সম্পর্কিত