মুখ্যমন্ত্রীর আবাসন সন্নিকট থেকে ফাইবার মডেলের বিদায়

--FeaKdb

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ শহরে চিত্র শিল্পীদের একটি চক্র সরকারকে ভুল করে চালিত করলো৷ গত বছর খানেক আগে ওই চক্রটির দু’জন চিত্রশিল্পী আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ এবং সরকারের মোট তিনজন মন্ত্রীর ‘মাথা খেয়ে’ একটি মোটা অঙ্কের কাজ বাগিয়ে নিয়েছিলেন৷ আইজিএম চৌমুহনিস্থিত একটি ভাস্কর্য স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছিলো চিত্রশিল্পী দলটিকে৷ এমনটাই খবর সংশ্লিষ্ট মহলের৷ সেই দলটি ফাইবার দিয়ে (অনেকে দাবি করছেন, সেটি অন্য কোনও ধাতুতে গড়া) জিমন্যাস্টিক্সের আদলে এক মডেল তৈরি করে দিয়েছিলো৷ 


ওই মডেলটিকে ‘অশ্লীল’ মনে হয়েছে শহরবাসী ও রাজ্যবাসী অনেকের৷ সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে৷ সরকারের কয়েক লক্ষ টাকা ব্যয় করে ওই মডেল এবং চত্বরটিকে তৈরি করা হয়েছিলো৷ শুক্রবার রাতে অবশেষে মডেলটিকে আইজিএম চৌমুহনি থেকে তুলে...

এই সংবাদ সম্পর্কিত