প্রতিবাদী’র খবরে বরখাস্ত উচ্চপদস্থ আমলা

--HCRxAK

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ মহাকরণের উচ্চপদস্থ এক আধিকারিককে নিয়ে গত ২১ নভেম্বর ‘প্রতিবাদী কলম’ পত্রিকার প্রথম পৃষ্ঠায় একটি বিস্তারিত সংবাদ পরিবেশিত হয়৷ তাতে প্রমাণ-সহ ছাপার অক্ষরে লেখা হয়, চাকরি জীবনে নিজের পদটিকে নানা অসৎ উপায়ে ‘ব্যবহার’ করছেন তিনি৷ খবরটির প্রধান চরিত্রে ছিলেন সরকারের আন্ডার সেক্রেটারি টিসিএস দেবজ্যোতি রায়৷ সেই খবর প্রকাশের কয়েকদিনের মধ্যেই এবার নড়েচড়ে বসলো প্রশাসন৷ ‘মহাকরণের উচ্চপদস্থ আমলার বেআইনি কামাই’ শীর্ষক খবরটি প্রকাশের পর চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন দেবজ্যোতিবাবু৷ উনার বিরুদ্ধে দফতরের আভ্যন্তরীণ তদন্ত শুরু হওয়ার অপেক্ষায়৷ শুক্রবার সরকারের ডেপুটি সেক্রেটারি এস কে দেববর্মা জিএ দফতর থেকে দেবজ্যোতিবাবুর বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং-এর নির্দেশিকা জারি করেছেন৷ অভিযোগ, উনার বিরুদ্ধে দীর্ঘদিন...

এই সংবাদ সম্পর্কিত