অক্সিজেনবিহীন সিলিন্ডারের অভাবেই ছটফট করে প্রাণ গেলো যুবতির

--LJc5V4

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর ৷৷ ২০২০ সালের ২৫ মার্চ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনার সরকারি বাসভবনের সামনে সবুজ পতাকা নেড়ে ১০২ নম্বর লেখা অ্যাম্বুলেন্স গাড়িগুলোর যাত্রা করেন৷ শুরুর দিকে পরিষেবা দারুণ থাকলেও ধীরে ধীরে তার মান হারিয়েছে৷ সোমবার এমনই একটি অ্যাম্বুলেন্সের ভেতর অক্সিজেন সিলিন্ডার না থাকায় মাত্র ২১ বছর বয়সে প্রাণ খোয়াতে হলো এক যুবতিকে৷ ঘটনা রাজ্যের করবুক মহকুমার শিলাছড়ি এলাকার৷ মৃতার পরিবারের অভিযোগ, গাড়িতে অক্সিজেন সিলিন্ডার না থাকায়, তাদের চোখের সামনেই ছটফট করে মৃত্যু হয়েছে প্রাণচঞ্চল মেয়েটির৷ এমন ঘটনা নতুন নয়৷ ওই প্রথম ঘটলো, তাও নয়৷ নানাভাবে রাজ্যের অ্যাম্বুলেন্স পরিষেবা গত ৩-৪ মাসে অভিযুক্ত হয়েছে৷ সম্প্রতি সিপাহিজলা জেলায় অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারীদের বিক্ষোভ এখনো রাজ্যবাসীর মনে তাজা হয়ে আছ...

এই সংবাদ সম্পর্কিত