ঋণ নিয়েই নিজের বাড়ি বানাতে হয় মুখ্যমন্ত্রীকেও

--PE9ZqI

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ সাধারণ মধ্যবিত্তের মতই রাজ্যের মুখ্যমন্ত্রীরও মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য ঋণের দরকার হয়৷ নিজের থাকার বাড়ি বানানোর জন্য বিধানসভার সদস্য, মন্ত্রী, মুখ্য সচেতক, বিরোধী দলনেতা, প্রমুখরা  ‘্যডভান্স’ পেতে পারেন, সেই নিয়মেই টাকা নিচ্ছেন মুখ্যমন্ত্রীও৷ বাড়ি বানানোর জন্য ২৫ লাখ টাকা ঋণ নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বিধানসভার অধ্যক্ষ মুখ্যমন্ত্রীকে এই ঋণ মঞ্জুর করেছেন বৃহস্পতিবারে৷ ২০১৯ সালের সংশোধনী-সহ বিধানসভার সদস্যদের বেতন,ভাতা, পেনশন, ইত্যাদি সম্পর্কিত ২০১১ সালের নিয়মের ছয় নম্বর ধারা অনুযায়ী এই ঋণ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে৷এই ঋণ মঞ্জুরের যে শর্ত, তার প্রথমেই আছে, ঋণ গ্রহীতাকে বোঝাতে হবে, নিজে থাকার বাড়ির জন্য তার এই আর্থিক সহায়তা দরকার৷ তাছাড়াও সেই বাড়ির জমি সরকারের কাছে বন্ধক রাখতে হবে...

এই সংবাদ সম্পর্কিত