আক্ষেপ প্রধান বিচারপতির

--Rucmed

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ তদন্তমূলক সাংবাদিকতা আর সেই অর্থে দেখা যায় না ভারতে৷ আক্ষেপের সুরে এমনটাই বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা৷ সাংবাদিক ইউ সুধাকর রেড্ডির  লেখা একটি বই প্রকাশের অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি৷ সেখানেই তার আক্ষেপ, আগে যেভাবে আলোড়ন ফেলা খবর প্রকাশ করত সংবাদমাধ্যম, তেমনটা আর দেখা যায় না এখন৷ প্রধান বিচারপতি বলেছেন, ‘আমি আজকের সংবাদমাধ্যমের বিষয়ে ব্যক্তিগত মতামত জানানোর স্বাধীনতা চাইছি৷ দুর্ভাগ্যবশত ভাবে তদন্তমূলক সাংবাদিকতা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমের দুনিয়া থেকে৷’ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমষ্টিগত ব্যর্থতা মিডিয়াকে তুলে ধরতে হবে বলে মনে করেন  প্রধান বিচারপতি৷ তার কথায়, জনগণকে সচেতন করার দায়িত্ব নিতে হবে সংবাদমাধ্যমকে৷ ভারতীয় সাংবাদিকরা আগে এমন...

এই সংবাদ সম্পর্কিত