দিল্লির লক্ষাধিক বাতিল গাড়ি নিয়ে রাজ্যের প্রতারণা চক্রের জাল তৈরি

--VvgN7o

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ রাজ্যে একটি দু’নম্বরী গাড়ি চক্র বেড়ে উঠেছে৷ চক্রটি জেলায় জেলায় নিজেদের ‘এজেন্ট’কে নিয়োগ পর্যন্ত করছে৷ বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী ওই দুষ্ট চক্রটি দিল্লির ‘বাতিল হয়ে যাওয়া হাজারো গাড়িকে কেন্দ্র করে ব্যবসার জাল পেতেছে’৷ এই চক্রের মূল মাথা মোট ছয় জন৷ দু’জন পশ্চিম জেলার, একজন খোয়াই জেলার, একজন গোমতী এবং অন্য দু’জন দক্ষিণ জেলার৷ রাজ্য পুলিশের কাছে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে বলে একাংশের অভিমত৷ কিন্তু আরেকটি মহল এই বিষয় নিয়ে বলছে, এখনও মূল চক্রের হদিশ পাওয়া যাচ্ছে না৷ কি কাজ ওই চক্রের? অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে   চক্রটি দিল্লির ‘মৃত’ গাড়িগুলো নিয়ে কারবার করবে৷ সম্প্রতি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এক নির্দেশ মূলে দিল্লি সরকারকে স্পষ্টত ...

এই সংবাদ সম্পর্কিত