সেটিং রাজনীতিতে সফল ভারত

--ceFAEj

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ বিজেপি বিরোধী তৃণমূলের ‘খেলা হবে’ আসলে মমতা ব্যানার্জি’র সাথে  নরেন্দ্র মোদির বোঝাপড়া৷ দিদি’র সাথে প্রধান সেবক’র আন্তরিক সেটিং, ভারতের রাজনৈতিক ভবিষ্যত সেট করার কৌশল৷ মমতা আপাতত মোদির কংগ্রেস ক্লিয়ারিং এজেন্ট৷ আরএসএস ঘনিষ্ঠ সাপ্তাহিক স্বস্তিকা  ম্যাগাজিন’র ‘মোদি-মমতার রহস্য জোট রয়েছে, দু’জনের লক্ষ্য কংগ্রেস মুক্ত ভারত’-র সারসংক্ষেপ এই৷


খেলা শুরু হলো৷ আসল খেলা৷ যে খেলায় বিজেপি বিরোধিতা নামকাওয়াস্তে কংগ্রেস বধের নীল নকশা পুরো রণকৌশলে এই মুহূর্তে তৃণমূলের রাজনীতি নিয়ে বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের গেম প্ল্যানকে এই ভাবে ব্যাখ্যা করছে আরএসএস৷ সম্প্রতি দলের বাংলা মুখপত্র  স্বস্তিকাতে এই ব্যাখ্যাই করা হয়েছে বিশদভাবে৷ আরএসএস মুখপত্র বলছে মোদিও আগামীদিনে কংগ্রেস বিরোধী মুখ হিসেবে...

এই সংবাদ সম্পর্কিত