প্রতিষ্ঠার ৭৫ বছরে অন্ধকারের , মায়াজালে এমবিবি লাইব্রেরি

--mRtT1h

 প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে অনায়াসেই চ্যালেঞ্জ জানানো যায়৷ তবুও, বিনয়ের সঙ্গেই দফতরের শীর্ষ কর্তাদের বলা, দয়া করে রাজ্যের প্রাচীনতম পাঠাগারটির দিকে নজর দিন--- হয়তো এই কথাগুলো প্রতিদিন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এমবিবি লাইব্রেরির শুভাকাঙ্খীরা মনে মনে বলে থাকেন৷ গত ৬ মাসে বা গত ৫ বছরে এই পাঠাগারে মোট কতজন বই পড়তে গেছেন, কতজন বই তুলেছেন পড়ার জন্য, তার হিসেব করলে যে সংখ্যাটি আসবে--- পাঠাগার বন্ধ করার উপক্রম হবে! এ বছর এমবিবি মহাবিদ্যালয়ের ৭৫ তম বর্ষ৷ সেই বছরে প্রায় ১ লাখ ছুঁইছুঁই বইসহ অন্ধকারের মায়াজালে ডুবে আছে পাঠাগারটি৷ 


হৃতগৌরব ফিরে পাওয়া ভীষণ কষ্টকর? এই প্রশ্ণ যদি দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষে রাজ্যের অন্যতম সেরা শিক্ষা ...

এই সংবাদ সম্পর্কিত