সিটি সেন্টারে দুটি বারের অনুমোদন দিল প্রশাসন

--rAQ0Es

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ স্মার্ট সিটি বলে কথা৷ অনেক কিছুই বদলে যাবে৷ সময়ের সঙ্গে, কালের সঙ্গে বদলে যেতে হয়৷ বদলে যাওয়া আর বদলানো হলো মানুষের ধর্ম, পৃথিবীরও ধর্ম৷ কিন্তু এই পরিবর্তন হতে হবে সময়ানুগ এবং বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ৷ না হলে এই পরিবর্তন হবে অশুভ এবং কদাকার৷ আগরতলা সিটি সেন্টারে নতুন দুইটি বারের অনুমতি দেওয়া হয়েছে৷ রঙ্গশালা বা পানশালার জন্য ত্রিপুরা সরকার নিজস্ব কিছু নিয়ম নীতি তৈরি করে রেখেছে৷ এই নীতিমালা তৈরি হয়েছে আগরতলায় পানশালা খোলা হবে বলে৷ পানশালা খোলা হবে ভোক্তার চাহিদা মেটাতে কিংবা সরকারি কোষাগারের আয় বাড়াতে হবে বলে৷



আগরতলায় এই সময়ে দুইটি বার রয়েছে৷ এর পরও ভোক্তার গিজগিজ আছে কিনা তার সমীক্ষা কে করেছে বা কি করেছে তার বিশ্বাসযোগ্যতা দেখবে প্রশাসন৷ এরপর নীতিমালা অনুযায়ী প...

এই সংবাদ সম্পর্কিত