রাজ্য পুলিশের ওয়েবসাইটে ব্রাত্য ট্রাফিক দফতর ২২টি ব্রেথ এনালাইজার বিকল, ব্যবহারহীন বহু আধুনিক যন্ত্রপাতি

--zgXZfi

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ রাজ্য পুলিশের কাছে ‘ট্রাফিক পুলিশ’ বিষয়টি সৎসন্তানের মতো৷ পুলিশের ওয়েবসাইটে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে যে স্বীকারোক্তি করা আছে, তার থেকে আদতে আরো অনেক বেশি কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে রাজ্য ট্রাফিক দফতর৷ ১৯৯১ সালের সেপ্ঢেম্বর মাসের ২১ তারিখ আলাদাভাবে এই দফতর তার যাত্রা শুরু করে ৷ তদানীন্তনকালে আইপিএস মদনামোহন প্রথম ট্রাফিক এসপি হিসাবে দায়িত্ব পালন করেন৷ তারপর থেকে এখন পর্যন্ত অনেক পুলিশ আধিকারিকরাই এই দফতরটির দায়িত্বভার সামলেছেন৷


 কিন্তু বাম আমল থেকে শুরু করে রাম আমল, প্রতিনিয়তই এই দফতরটিকে রাজ্য পুলিশের সদর দফতর থেকে ‘ধুর-ছাই’ ব্যবহার পেতে হয়েছে৷ রাজ্য পুলিশের ওয়েবসাইটে যেখানে প্রতি মাসে অপরাধের ৮-৯টি বিভাগে তথ্য আপডেট করা হয়, সেখানে ট্রাফিক দফতর গত দেড়-দুই বছর আগের তথ্যেই থমকে...

এই সংবাদ সম্পর্কিত