নিজের স্বার্থরক্ষা করতে গিয়ে স্থগিতাদেশ উড়ালেন তনুুশ্রী

--2NX37u

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ ঠেলার নাম বাবাজি৷ মানুষের দুঃখ না বুঝা ব্যক্তি এবার সমস্যায় পড়ে নিজের দুঃখ  গোছাতে গিয়ে খোদ আদালত অবমাননা করে বসলেন৷ আর যিনি আদালত অবমাননা করলেন তিনি যে সে কেউ নন, রাজ্য সরকারের রাজস্ব দফতরের প্রধান সচিব তনুশ্রী দেববর্মা৷ রাজস্ব দফতরের প্রধান সচিবের এভাবে আদালত অবমাননা সংক্রান্ত বিষয়টিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


দলিল রেজিস্ট্রি নিয়ে রাজস্ব দফতরের প্রধান সচিব তনুশ্রী দেববর্মা একটু গাজোয়ারি মনোভাব নিয়েছিলেন৷ রেজিস্ট্রি ইস্যুতে এনজিডিআরএস প্রক্রিয়া সম্পর্কে দলিল লেখকদের আপত্তিকে তিনি কোনও আমলই দিতে চাননি৷ অথচ এই প্রক্রিয়াটি যে দলিল রেজিস্ট্রিতে অত্যন্ত জটিলতার সৃষ্টি করবে তা আগেই দলিল লেখকরা আশঙ্কা করেছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত নিজের পৈত্রিক সম্পত্তির রেজিস্ট্রি সম্...

এই সংবাদ সম্পর্কিত