শীর্ষ আদালতের রায়ে ,থরহরিকম্প রাজ্য প্রশাসনে

--78PZDs

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ রাজ্যের প্রায় প্রতিটি জেলার জেলাশাসক এবং মহকুমা শাসকদের মাথায় ভাঁজ পড়ার মতো অবস্থা! দেশের শীর্ষ আদালত গত বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রতিটি রাজ্যে ভারতীয় রেলের জায়গা যারা বেদখল করে রেখেছে --- তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ নেবে ভারতীয় রেল কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসন৷ শুধু তাই নয়, শীর্ষ আদালত এও নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটি রাজ্যে যেসব সরকারি আধিকারিকদের গাফিলতির জন্য রেলওয়ের জায়গা বেদখল হয়েছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে৷ গত বৃহস্পতিবারের জারি হওয়া এই রায়ে শুক্রবার সকাল থেকেই থরহরিকম্প রাজ্য প্রশাসনে৷ মহাকরণে এদিন দিনভর গুঞ্জন চলেছে, বিভিন্ন সময়ে যেসব সরকারি উচ্চ আধিকারিকরা ভারতীয় রেলের জায়গার উপর বেদখল জমির বিষয়টি জেনেও না জানার ভান করে এসেছেন, তারা কি তবে এবার আতশকা...

এই সংবাদ সম্পর্কিত