পুলিশের সদর কার্যালয়ের বাইরে ‘প্রয়াস’ ব্যর্থ

--H6NMOr

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে, রাজ্য পুলিশ ‘প্রয়াস’ নামে একটি প্রকল্প চালু করেছিলো৷ গ্রাম থেকে পাহাড় সর্বত্রই এই প্রকল্পটি কয়েক মাস জারি ছিলো৷ রাজ্য পুলিশের মানবিক মুখ তুলে ধরার লক্ষ্যেই প্রকল্পটির জন্ম৷ কিন্তু সময় যত গড়িয়েছে, প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে৷ রাজ্য পুলিশের সদর কার্যালয়ের বাইরেই সাধারণ মানুষের চোখে পড়ে নানা অমানবিক দৃশ্য৷ পুলিশ চাইলে এই দৃশ্যগুলোকে মানবিকতায় পরিণত করতে পারে অনায়াসেই৷ শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর কার্যালয়ের সামনের একটি চিত্র আবারো ‘প্রয়াস’ প্রকল্পটির স্বার্থকতা নিয়ে প্রশ্ণ তুললো৷


 শহরে অগ্রহায়ণের শীত৷ কান পাতলেই শহর এলাকার বেশ কয়েকটি জায়গা থেকে পালা-কীর্তনের আওয়াজ আসে৷ এমবিবি কলেজ চত্বরের পাশে পরিযায়ী পাখিরাও ভিড় জমাচ্ছে৷ বছরের এ...

এই সংবাদ সম্পর্কিত