বেহাল সরমা বাজার সেটের ড্রেনগুলো

গন্ডাছড়া : সরমা বাজারের বেহাল দশা। প্রশাসনের ভূমিকায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। জানা যায় গন্ডাছড়া মহকুমা এলাকার সরমা বাজারে বিশেষ করে মাছ এবং মাংস বাজার সেটের বেহাল অবস্থা। সেট ঘরের চারিদিকে ড্রেনগুলো নোংরা আবর্জনায় ভরা। ফলে বেহাল ড্রেন দিয়ে জল নিষ্কাশন হচ্ছে না।
বর্তমানে ড্রেনগুলো মারাত্মক অবস্থা ধারণ করে আছে। সেখান থেকে রোগ জীবাণুর ভয়ে ব্যবসায়ীরা আতঙ্কিত। এমতাবস্থায় বাজারের ক্রেতা বিক্রেতাগণ নাকে রুমাল দিয়ে বাজারে আসতে হচ্ছে। ব্যবসায়ীরা জানান এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোন কাজ হচ্ছে না। এখন তারা বুঝে উঠতে পারছেন না, কোথায় গেলে সমস্যার সমাধান হবে।
তাই ব্যবসায়ীরা আবারও দাবি তুলছেন বাজারের পরিবেশ সুন্দর করে গড়ে তোলার জন্য প্রশাসন যেন বিশেষ উদ্যোগ গ্রহণ করে।