ডিজিটাইজেশনের আড়ালে জুমলা

--KudZE0

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর ঃ 

বেসরকারি ক্ষেত্র যখন ডিজিটাইজেশনের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে তখন রাজ্য সরকার ডিজিটাইজেশনের ক্ষেত্রেও জুমলাবাজির আশ্রয় নিয়েছে৷ গোটা রাজ্য ছেড়েই দেওয়া গেলো৷ শুধুমাত্র পশ্চিম জেলাতে সমস্ত সরকারি অফিসে নাকি ১০০ শতাংশ জিজিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ এরচেয়ে বড় জুমলাবাজি আর কিছু নেই৷ ঘটনা হলো, এখনও যে কোন সরকারি অফিসগুলিতে অধিকাংশ কাজ হাতে-কলমে করা হয়৷ অফিসগুলিকে ডিজিটাইজড করার উদ্যোগ নেওয়া হয়েছে অনেক আগেই৷ কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো, এরাজ্য এখনও এতটাই পিছিয়ে যে একটা উদ্যোগ নেওয়া হলেও তা সঠিকভাবে বাস্তবায়নের মতো দক্ষতা নেই৷ পশ্চিম জেলার সরকারি অফিসের আধিকারিকরা জুমলাবাজিতে শাসক দলের নেতা-মন্ত্রীদেরও ছাপিয়ে গেছে৷ মিথ্যা বলার ক্ষেত্রে এরা পুকুরচুরি করতেও যেন ...

এই সংবাদ সম্পর্কিত