ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হচ্ছেন যশবন্ত সিং

--UAFskW

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ ত্রিপুরা উচ্চ আদালত প্রধান বিচারপতি পেতে চলেছে৷ সুপ্রিম কোর্টের কলেজিয়াম রাজ্যের আইনজীবীদের দাবি মেনে প্রধান বিচারপতির নাম সুপারিশ করেছে৷ ওড়িশা উচ্চ আদালতের বিচারপতি যশবন্ত সিং-কে ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছে৷

বুধবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই সিদ্ধান্ত নিয়েছে৷ গত ২৮ সেপ্ঢেম্বর সুপ্রিম কোর্ট কলেজিয়াম ত্রিপুরা উচ্চ আদালতের জন্য বিচারপতি অপরেশ কুমার সিং-কে মনোনয়ন দিয়েছিল৷ কিন্তু ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি ইন্দ্রজিত মোহান্তি অবসরে গেলেও ত্রিপুরা উচ্চ আদালতের জন্য প্রধান বিচারপতি দেওয়া হয়নি৷ এর আগেই সিনিয়র বিচারপতি শুভাশিস তলাপাত্র বদলি হয়ে ওড়িশায় গেছেন৷ ত্রিপুরা উচ্চ আদালতে প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন টি অমরনাথ গৌড়৷ তিনি যথারীতি উচ্চ আদাল...

এই সংবাদ সম্পর্কিত