অল্টো গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য
প্রতিবাদী কলম প্রতিনিধি, অমরপুর,৮ অক্টোবর।।
ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে রক্ষা পেল বেশ কয়েকটি জীবন । অল্টো গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য উদয়পুর অমরপুর সড়কে। ঘটনা শুক্রবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ অমরপুর উদয়পুর সড়কের গান্ধারী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় টি আর ০১এ জি ০৪১৬ নম্বরের একটি অল্টো গাড়ি উদয়পুর থেকে অমরপুর যাওয়ার পথে গান্ধারী স্থিত এলাকায় অমরপুর নগর পঞ্চায়েতের আবর্জনা পরিবহনকারী টিআর ০৩ এ ০৮৯৭ নম্বরের গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় 6 জন গুরুতর আহত হয়। ঘটনার পরবর্তী মুহূর্তে উদয়পুর থেকে অমরপুরে যাওয়ার পথে একটি অ্যাম্বুলেন্স এর সহায়তায় আহতদেরকে অমরপুর হাসপাতলে নিয়ে আসা হয়। বীরগঞ্জ থানার পুলিশ এ বিষয়ে তদন্ত করছে বলে জানা যায়।