উত্তব-পূর্বে আগরতলা বায়ু দূষণে শীর্ষে

--Yn0SrX

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ ছোট শহর আগরতলা, একটিও বলার মত কোনও শিল্প কারখানা নেই এই শহরে৷ শহরতলির জুটমিল বহু বছর ধরেই ধুঁকছে৷ চলছে নাকি চলছে না,সেটাই বোঝা যায় না৷  তবু এই শহর উত্তর-পূর্বাঞ্চলে বায়ু দূষণের নিরিখে তালিকার  একেবারে উপরে৷ দিল্লি ভিত্তিক একটি সংস্থার  রিপোর্টে তেমনই জানানো হয়েছে৷  রিপোর্টে বলা হয়েছে উত্তর-পূর্বে বেড়েই চলেছে বায়ু দূষণের মাত্রা৷ এই অঞ্চলে সবচেয়ে বেশি দূষিত শহর গুয়াহাটি৷ 


গাড়ি বেড়ে যাওয়া, যানজট, দূষণ নিয়ন্ত্রণের নিয়ম না মানা এবং কঠিন জ্বালানি ব্যবহারই মূল কারণ৷ বায়ু দূষণের মাত্রায় বিশেষ নজরদারি ও ন্যাশনাল গ্রিন এয়ার প্রোগ্রামে কাজ করা জরুরি বলে রিপোর্টে  সুপারিশ করা হয়েছে৷  আগরতলায় নাইট্রোজেন ডাই-অক্সাইডের মাত্রা দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা’র মধ্যে পাঁচগুণ বেড়ে যায়৷ দেওয়াল...

এই সংবাদ সম্পর্কিত