বোনাস বঞ্চিত কৃষি দফতরের পার্টটাইম শ্রমিকরা

--ZitLAm

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ 

শিল্পবন্ধ্যা রাজ্যে বেশির ভাগ মানুষেরই রুটি-রুজির মাধ্যম কৃষি৷ আর রাজ্যের কৃষিজ উন্নতিতে যারা স্বীকৃতিহীন অক্লান্ত যোদ্ধা তারা রাজ্যের কৃষি গবেষণা কেন্দ্রের পার্টটাইম কর্মচারী৷ দৈনিক আড়াইশো থেকে তিনশো টাকা হাজিরায় এরাই এখন কৃষি গবেষণা কেন্দ্রের মূল ভরসা৷  অথচ আসন্ন দুর্গোৎসবে সামান্য বোনাস থেকেও এরা বঞ্চিত৷ ডবল ইঞ্জিনের সরকার এই ম্লান মুখে একটু হাসি ফুটাতেও ব্যর্থ৷ অথচ অরুন্ধতীনগরস্থিত এই কৃষি গবেষণা কেন্দ্রটিও একদিন ধানচাষে শ্রীপদ্ধতির আবিষ্কার করে গোটা দেশের দৃষ্টি কেড়েছিলো৷ তারপরেও সেই বাম আমল থেকেই এখানকার কর্মচারীরা বিশেষ করে ডিআরডব্লিউ এবং পার্টটাইম কর্মীরা সঙ্কটের মাঝে দিন কাটাচ্ছে৷ আর ক্ষেতে নেমে যারা গবেষণা কেন্দ্রের অধীনে কাজ করে থাকেন এদের আশি শতাংশই অ...

এই সংবাদ সম্পর্কিত