সীমান্তে উদ্ধার বুদ্ধ মূর্তি

--b436qL

প্রতিবাদী কলম প্রতিনিধি, গন্ডাছড়া, ৫ ডিসেম্বর৷৷ ধলাইয়ের রইস্যাবাড়ি সীমান্তে তিনটি বুদ্ধ মূর্তি উদ্ধার ঘিরে রহস্য দেখা দিয়েছে৷ বিএসএফ’র হাতে তিনটি বুদ্ধ মূর্তি ধরা পড়েছে৷ এই ঘটনায় তিনজনকে বিএসএফ আটক করে নিজেরাই জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷ কিন্তু গোটা ঘটনায় পুলিশ বা কাস্টমস থেকে বক্তব্য জানাতে নারাজ৷ রইস্যাবাড়ি থানা  এই ধরনের কোনও ঘটনা হয়েছে তা স্বীকার করতেই নারাজ৷ পুরোটাই বিএসএফ’র ব্যাপার৷ থানার পুলিশবাবুরা কেউ কিছু জানেন না৷ রাজ্য পুলিশেরই একটি সূত্রে খবর, বাংলাদেশ থেকে তিনটি বুদ্ধ মূর্তি রইস্যাবাড়ি সীমান্ত দিয়ে ত্রিপুরায় নিয়ে আসে তিন যুবক৷ তারা তিনজনেই জনজাতি অংশের৷ তিনটি মূর্তি সোনার বলে মনে করছেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা৷ 


আবার এই মূর্তি পিতলেরও হতে পারে বলে পুলিশের একটি মহলের দাবি৷ গোটা বিষয়টি নিয়ে অভিযোগের সুর ছড়ি...

এই সংবাদ সম্পর্কিত