মনু নদীতে তলিয়ে যাচ্ছে বসত ঘর

--c1DKmj

মনু নদীতে তলিয়ে যাচ্ছে বসত ঘর। প্রশাসন নিরব দর্শক।গত তিন দিনের ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছিলো মনু নদী,আর তাতে কৈলাসহর পুর পরিষদের গোবিন্দপুর এলাকার দশ নং ওয়ার্ডের ২ পরিবারের বসত ঘর গ্রাস করে নিয়েছে মনু নদী। আর তাকে কেন্দ্র করে যাদের ঘর নদী পার্শ্ববর্তী এলাকায় তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।মনু নদীর ভাঙ্গন রুখতে ও বসত বাড়িগুলো রক্ষা করার জন্য প্রশাসনের এখন পর্যন্ত কোন ভূমিকা নেই বললেই চলে।অসহায় পরিবার গুলির অবস্থা বর্তমানে করুন। পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মান করার মত ক্ষমতা তাদের নেই। 


প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই বহুদিনের। সেই ধারা এখনো চলছে। তবে প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপভাব আগে থেকে আঁচ করা গেলেও এর রুদ্ররূপ মোকাবিলায় মানুষকে ক্রমাগত সংগ্রাম করতে হয়। এমনই এক লড়াইয়ের দৃশ্য দেখা গেল সদ্য বয়ে যা...

এই সংবাদ সম্পর্কিত