ফায়ার সার্ভিসে নিয়োগে অনিয়ম !

নিয়োগ র্যালিতে ক্ষোভে ফেটে পড়লেন বেকাররা
আগরতলায় ফায়ার সার্ভিসে লোক নিয়োগের জন্য বাছাই প্রক্রিয়া শেষদিন ছিল শনিবার। এদিন নিয়োগ র্যালিতে অংশ নিয়ে অসফল বেকাররা অনিয়মের অভিযোগ করেন। তারা অভিযোগ করলেন জনৈক আধিকারিকের বিরুদ্ধে । তবে অভিযোগ অস্বীকার করেছে দফতর কর্তারা। বেকারদের অভিযোগ নিজের পছন্দের লোকদের দৌড়ের ক্ষেত্রে ছাড় দিয়েছেন জনৈক আধিকারিক।