খুন, অপহরণ, চুরিতে পুজোর মাসকে টেক্কা দিলো ভোট মাস
প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ পুজোর মাসে সারা রাজ্যজুড়ে মোট ৯ জন খুন হয়েছিলেন৷ তার পরের মাস, আগরতলা পুর নিগম সহ অন্যান্য পুর সংস্থার নির্বাচনে খুনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২’তে৷ গত অক্টোবর মাসে ৯ জন এবং গত নভেম্বর মাসে ১২ জন৷ এই দুই মাসে সরকারি তথ্য অনুযায়ী যে অপরাধ, তাতে প্রায় সবকিছুতেই এগিয়ে আছে নভেম্বর মাসটি৷ রাজ্যজুড়ে নির্বাচনের ওই মাসে ডাকাতি হয় দুটো৷ অথচ তার আগের সাত মাসে, সারা রাজ্যজুড়ে মোট দুটো ডাকাতি হয়েছিলো৷ রাজ্য পুলিশের সদর দফতরের তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে ‘রবারি’ ক্যাটাগরিতে অপরাধ ঘটে দুটো৷ অথচ এই একই ক্যাটাগরিতে গত পাঁচ মাসে রবারি-র সংখ্যা ছিলো দুটো৷ একই ভাবে ‘থেফ্ট’ ক্যাটাগরিতে নভেম্বর মাসে মোট ৩৩টি ঘটনা ঘটে৷ অক্টোবর মাসে সেই অপরাধের সংখ্যা ছিলো ৩০৷