খুনের হুমকি মদ ব্যবসায়ীর

--kRi7qQ

প্রতিবাদী কলম প্রতিনিধি, উদয়পুর, ২৮ সেপ্ঢেম্বর৷৷ 

সংসদে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের বিল পাস হলেও এখনও ক্ষমতাশীলদের কাছে নারীদের নিরাপত্তা অনিশ্চিত হয়ে রয়েছে৷ টাকা থাকলেই নারীদের অসম্মান করা যায়৷ পুলিশ এই অসম্মানের মামলা পেলেও এফআইআর হিসেবে নথিভুক্ত করতে ভয় পায়৷ অভিযুক্ত গ্রেফতার হবেন তা অনেক দূরের কথা৷ এর মধ্যে অভিযুক্ত যদি উদয়পুরের অন্যতম সম্পদশালী পঙ্কজ বিহারী সাহা হয়ে থাকেন তাহলে ত্রিপুরা পুলিশে এমন অফিসার সম্ভবত পাওয়া যাবে না যিনি সাহস করে ঘটনার ঠিকভাবে তদন্ত করবেন৷ 

উদয়পুরের প্রসিদ্ধ মদ ব্যবসায়ী পঙ্কজ সাহা৷ তার মদের কারখানার সঙ্গে প্রচুর জমি রয়েছে৷ আগরতলার মেলারমাঠেও গড়ে তুলছে বহুতল বাড়ি৷ তার টাকার সামনে অনেক পুলিশ দুর্বল হয়ে পড়ে৷ যে কারণে উদয়পুরের টাউন সোনামুড়ার নারীশক্তি অত্যাচারের বিচার নিয়ে পু...

এই সংবাদ সম্পর্কিত