অপমানে মামার হাতে ধর্ষিতা ভাগ্ণির আত্মহত্যা
প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ মা-এর সঙ্গে মা যোগ হলে নাকি মামা হয়৷ যে কারণে মামা শব্দের সঙ্গে মাতৃস্নেহের বিষয় জড়িয়ে যায় আপনা আপনিই৷ কিন্তু সেই মামা যদি ধর্ষক রূপে নিজের জাত চেনায় তাহলে মামা শব্দটির প্রতি অবিশ্বাস চলে আসে অবধারিতভাবেই৷ ঘেন্নাও আসে৷ যদিও পৃথিবীর এমন বহু মামা আছেন যারা মায়ের থেকেও বেশি আপন৷ আবার এমন মামা-ও আছে যার পৈশাচিকতার শিকার হয়ে লজ্জায় মুখ ঢাকতে গিয়ে ভাগ্ণিকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়৷ এমনই মামারূপী এক পিশাচের নাম সৌরভ শীল৷ বাড়ি কমলপুরের আলোনিতে৷
আমবাসার বাসিন্দা মা-বাবা নিজের কিশোরী মেয়েকে তার কমলপুরের মামার বাড়িতে পাঠিয়েছিলেন ভালো লেখাপড়া করে মানুষ হওয়ার জন্য৷ কারণ, আমবাসায় তারা যেখানে থাকেন এই এলাকার চেয়ে কমল...