পড়ুয়াদের নিয়ে পর্ষদের ছিনিমিনি

--vodCN7

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ শিক্ষা বিপ্লবে রাজ্যে নজির হচ্ছে৷ ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দিতে চাওয়া সব পড়ুয়া অ্যাডমিট কার্ড পাননি৷ কারণ হিসেবে বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে, সেভেন এম, এইচ,ওয়ান এম, এইচ,  ফর্ম ঠিকভাবে পূরণ হয়নি, অনলাইনে আসেনি, ফাইনাল সাবমিশন হয়নি ইত্যাদি কথা৷ পড়ুয়ারা  এরকম দাবি করেছেন৷ ফর্ম  সেভেন  অনলাইনে, আর বাকী দুই অফলাইনে দেওয়ার কথা, স্কুল থেকেই এসব করা হয়েছে৷


যারা অ্যাডমিট পাননি, তাদের আগে সতর্ক করে দেওয়া হয়নি, কিংবা স্কুলকেও বলা হয়নি যে এইসব গরমিল দেখা গেছে৷ পর্ষদ কর্তৃপক্ষ এখন ফর্ম নিয়ে অসম্পূর্ণতার কথা জানিয়ে দিয়ে দায়িত্ব ঝেরে ফেলে দিচ্ছে, বলে দিচ্ছে এই বছর আর হবে না, আগামী বছর যেন পরীক্ষা দেন তারা৷


এই বছরেই অনলাইনে ফর্ম পূরণ হয়েছে৷ ...

এই সংবাদ সম্পর্কিত