নিগো বাণিজ্য চালাচ্ছে বৌদ্ধ মন্দিরের অরিন্দম

--w149q8

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ 

রাজধানী আগরতলার রাষ্ট্রবাদী নিগো মাফিয়াদের নয়া ঠেক এখন বৌদ্ধ মন্দির এলাকা৷ প্রাক্তন এক রাষ্ট্রবাদী যুব নেতা এই ঠেকের ডন৷ তাঁর নেতৃত্বে  গোর্খাবস্তিতে বিভিন্ন সরকারি দপ্তর, জিবি ও ক্যাপিটাল কমপ্লেক্সে পূর্ত দপ্তরে, হাউজিং বোর্ড ও টিআইডিসি’তে এই নিগো মাফিয়া অরিন্দমই শেষ কথা৷ ধনপুরের দিদির স্নেহধন্য  বৌদ্ধ মন্দির এলাকার নিগো মাফিয়া অরিন্দম ও তাঁর শাগরেদরাই চূড়ান্ত করে কোন্‌ ঠিকেদার কি কাজ পাবে৷ যতটুকু খবর, এক একটি কাজের জন্য ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত কমিশন আদায় করে অরিন্দমের নিগো মাফিয়া গ্রুপ৷ রাধানগর, লিচুবাগান, নন্দননগর, নোয়াগাঁও কৃষ্ণনগর ও এসডিও চৌমুহনি এলাকার রাষ্ট্রবাদী মাফিয়াদের নিয়ে নিগো মাফিয়া অরিন্দম এই টিম তৈরি করেছে৷ তবে রাষ্ট্রবাদীদের অপর একটি সূত্রে খবর, ধনপ...

এই সংবাদ সম্পর্কিত