শিক্ষার অধিকার আইনকে বুড়ো আঙুল
প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ রাজ্য শিক্ষা দফতর এবার শিক্ষার অধিকার আইনকেই বুড়ো আঙুল দেখাতে চলেছে৷ ইতিমধ্যেই শিক্ষা অধিকর্তা চাঁদনী চন্দ্রন শিক্ষার অধিকার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈতনিক শিক্ষায় বেতন লাগু করার নির্দেশ জারি করে দিয়েছেন৷ যা কার্যত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন-২০০৯কে উল্লঙ্ঘন করেছে৷ শিক্ষামন্ত্রীকে পাশে বসিয়ে চাঁদনী চন্দ্রন অথবা শিক্ষা অধিকর্তা চাঁদনী চন্দ্রনকে পাশে বসিয়ে শিক্ষামন্ত্রী যতই গুণগত শিক্ষায় রাজ্যের ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলার ঢ্যাঁড়া পিটান না কেন, তা যে কার্যত ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়, তা পরিষ্কার হয়ে গিয়েছে দফতরের বিজ্ঞপ্তিতেই৷ কারণ, শিক্ষার অধিকার আইনের ১৩ নং অনুচ্ছেদের ১ও ২ উপধারায় বলা হয়েছে কোনও বিদ্যালয় বা ব্যক্তি ভর্তির সময় শিশুদের কাছ থেকে ক্যাপিটেশন আদায় করতে...