বিরল বিজন, ভুল

--2owP9G

স্বীকার করতেনপ্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ ঐতিহাসিক ভুল সিপিএমের ভাষা৷ তবে তা অনেক পরে জানা যায়৷ বোধ হয় বিজন ধর এসবের বাইরে৷ একটি ঘটনায় তিনিই জীবদ্দশায় প্রমাণ করে গিয়েছিলেন যে, তিনি বিরল, তিনি ব্যতিক্রমী৷ ২০১৫ সাল, এডিসির সাধারণ নির্বাচনের পর ২৮ আসনের বিপুল জয়ের শপথগ্রহণ অনুষ্ঠান খুমুলুঙয়ে৷ সরকারি অনুষ্ঠান মঞ্চে উঠে পড়েন তিনি৷ হয়তো আবেগ কিংবা ভুলও হতে পারে৷ সরকারি অনুষ্ঠান মঞ্চে কী করে থাকবেন সিপিএম রাজ্য সম্পাদক ( তৎকালীন) বিজন ধর? কীভাবে সরকারি অনুষ্ঠান মঞ্চের আসন বরাদ্দ হলো বিজন ধরের জন্য? সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবাদী কলম৷ পরদিন নিজের অজান্তে ঘটে যাওয়া ভুল স্বীকার করে বিজন ধর প্রতিবাদী কলম পত্রিকা সম্পাদককে চিঠিও দিলেন৷ ভুল ধরিয়ে দেওয়ার জন্য পত্রিকা সম্পাদককে ধ...

এই সংবাদ সম্পর্কিত