পর্যটন ও মিলনমেলায় বিপন্ন ‘সংহতি’, ডিমাতলিতে ভাটার টান
প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ বাম আমলের দীর্ঘ সময় ধরে বিলোনিয়ার রাজনগরের চন্দ্রপুর মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছিলো সংহতি মেলা৷ বিজেপি আমলে তারিখ পরিবর্তন হয়ে সেই সংহতি মেলার নামও পরিবর্তন হয়ে যায়৷ এই আমলে শুরু হয় ডিমাতলি পর্যটন ও মিলনমেলা৷ দুই আমলের মেলার রূপ, সৌন্দর্য, আকর্ষণ, উপস্থিতি আর গাম্ভীর্যকে যদি মানদণ্ড হিসেবে ধরে নেওয়া হয় তাহলে বাম আমলে চলে আসা সংহতি মেলার কাছে যে এই আমলের পর্যটন ও মিলনমেলা হেরে ভূত হয়ে গিয়েছে৷ এদিন এর ইঙ্গিত স্পষ্ট পাওয়া গিয়েছে অনুষ্ঠানের সভাপতি তথা দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সহ-সভাধিপতি বিভীষণ দাসের বক্তব্যে৷ বামেদের সঙ্গে কট্টর রাজনৈতিক বিরোধিতা থাকলেও বিভীষণ দাস এদিন পর্যটন ও মিলনমেলাকে নিয়ে যেসব প্রশ্ণ তুলেছেন, তা একেবারেই সময়োপযোগী বলে স্থানীয় মানুষেরা মনে করছেন৷ মেলার রূপ, সৌন্দর্য...