তৃণমূল ঠেকাতে প্রাক্তন কংগ্রেসিদের হাতেই ভার
প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ আগরতলা পুর নিগম মেয়র-ইন-কাউন্সিল সাজানোর মধ্য দিয়ে যেন কাঁটা দিয়ে কাঁটা তোলার পথ বেছে নিয়েছে বিজেপি৷ তৃণমূলকে যতই তাচ্ছিল্যের সঙ্গে দেখুক বিজেপি, প্রকৃতপক্ষে আগামী বিধানসভা পর্যন্ত তৃণমূল যে বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করবে তা আগেভাগেই বুঝে গিয়েছেন বিজেপির ভোট ম্যানেজাররা৷ যে কারণে প্রকাশ্যে তৃণমূলের প্রতি তাচ্ছিল্য থাকলেও কার্যের পদ্ধতিতে বিজেপি বুঝিয়ে দিয়েছে তৃণমূলকে আটকানোই এখন দলের প্রধান কাজ৷ কোন্ পথে গেলে তৃণমূলের স্রোত আটকানো যাবে বিজেপি সেই অস্ত্রই ব্যবহার করেছে মেয়র-ইন-কাউন্সিল নির্বাচনে৷ এক্ষেত্রে দল যথেষ্ট বুদ্ধিমত্তা প্রয়োগ করে তবেই মেয়র-ইন-কাউন্সিল নির্বাচিত করেছেন৷
এখনও দফতর বণ্টন না হলেও বৃহস্পতিবার মেয়র-ইন-কাউন্সিল সদস্যরা প্রত্যেকেই শপথ নিয়েছেন৷ উল...