বামেদের প্রার্থী প্রত্যাহার কিসের ইঙ্গিত
প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ পুর ও নগর ভোটে মনোনয়ন প্রত্যাহার করলেন বামেদের সতের প্রার্থী৷ সারা রাজ্যে যখন মনোনয়ন প্রত্যাহারকারীর সংখ্যা ৩৬, তার সিংহ ভাগ হলেন বাম প্রার্থী৷ কেন এমন হলো? বামেরা শাসন ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে মাত্র সাড়ে তিন বছর৷ এর মধ্যেই এই দশা কেন হবে? এর আগে তারা তো পঁচিশ বছর শাসক ছিলো৷ সেই শক্তি কোথায় গেল কে জানে? এ এক বিশাল প্রশ্ণ রাজ্য রাজনীতিতে৷ কিন্তু এর জবাব দেওয়ার লোক কই?
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগের দিনে অর্থাৎ রবিবার আগরতলা টাউন হলে সিপিএমের রাজ্য সম্পাদক জানালেন সারা রাজ্যে তাদের সক্রিয় সদস্য সংখ্যা রয়েছে পাঁচ লক্ষের মতো৷ মানে বিশাল সংগঠন৷ তা সত্বেও কেন দল মার খায় তা নাকি খুঁজে বের করতে হবে৷ আর বের করতে পারলেই চুপ করে যাবে বিজেপির বাইক বা সন্ত্রাসী বাহিনী৷ আ...