আদালত নয়, আসামির গাড়ি গেল মণ্ডল সভাপতির বাড়ি

--EinLVC

প্রতিবাদী কলম প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ নভেম্বর৷৷ কোনও আসামিকে গ্রেফতার করার পর আদালতে সোপর্দ করাই দস্তুর৷ কিন্তু হাল আমলে রামভক্ত পুলিশ ধৃত ব্যক্তিকে আদালতে না তুলে থানা থেকে সোজা নিয়ে গেলেন মণ্ডল সভাপতির বাড়িতে৷ আদালতে বিচারকের রায়দানের পরিবর্তে মণ্ডল সভাপতি বিচার করলেন অভিযুক্তের৷ ত্রিশ হাজার টাকা নগদ জরিমানায় অভিযুক্তকে ছাড়া হলো৷ তবে টাকা অনাদায়ে কঠোরতম শাস্তির নির্দেশ দিলেন মণ্ডল সভাপতি৷ ঘটনা বাইখোড়া থানাধীন মুহুরীপুরে৷ আর প্রেসিডেন্ট কালার্স শোভিত পুলিশের রামভক্ত আধিকারিকের নাম গোপাল দেবনাথ৷ মণ্ডল সভাপতির বাড়িতে গিয়ে তার পা ছুঁয়ে আশীর্বাদ নেন গোপালবাবু৷ এমনকী মণ্ডল সভাপতিকে রাম আর নিজেকে হনুমান আখ্যা দিয়ে পুলিশ অফিসার গোপালবাবু মণ্ডল সভাপতির সামনে গিয়ে বলেন, হনুমান হাজির হয়েছে৷ আশীর্বাদ করুন৷


বাইখোড়া থানার আধিকারি...

এই সংবাদ সম্পর্কিত