আমলা নির্ভরতা, মুখ্যমন্ত্রীকে দিয়ে জনসমক্ষে অসত্য বলানো হল

--F4aPzE

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ 

মানুষ মায়ের পেট থেকে সব কিছু যেমন শিখে আসে না তেমনি একটি সরকার চালাতে গেলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা যে জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন তিনিও সব কিছু শিখে আসবেন এমন কথা নেই৷ প্রশাসন চালাতে গেলে প্রশাসনিক যে লোকজন রয়েছেন তারাই মুখ্যমন্ত্রীকে চালিত করে থাকেন, এমন নয়৷ মুখ্যমন্ত্রী মূলত নীতি নির্ধারকের ভূমিকা নেবেন৷ প্রশাসনের অন্দর, বাহিরের অবস্থা নির্ণয় বা বুঝার জন্য, সর্র্বেপরি সরকার এবং প্রশাসন পরিচালনার জন্য রয়েছেন বেতন ভোগী আধিকারিক ও কর্মচারীরা৷ কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে এই সব আধিকারিক ও কর্মচারীদের ওপর নির্ভরতায় ভুল পথে চালিত হন নীতি নির্ধারকেরা৷ আধিকারিকেরা তখনই ভুল পথে চালাতে, ভুল কথা বলাতে পারেন যখন মন্ত্রী মাল্লারা তাঁদের ওপর অত্যধিক নির্ভরশীল হয়ে যান৷ 

র...

এই সংবাদ সম্পর্কিত