পূর্ণরাজ্যের জীবন্ত কিংবদন্তি ছয়

--Gsy3hn

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷  পূর্ণরাজ্যের মর্যাদা লাভের ৫০ বছরে আজ পা রাখলো ত্রিপুরা৷ ১৯৭২ সালের ২১ জানুয়ারি উত্তর-পূর্ব রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ত্রিপুরাকে দেয়া হয় পূর্ণরাজ্যের মর্যাদা৷ ৩০ সদস্যক ত্রিপুরা বিধানসভা উন্নীত হয় ৬০ সদস্যক বিধানসভায়৷ পূর্ণরাজ্য প্রাপ্তির পর ওই বছরের ১১ মার্চ ত্রিপুরা বিধানসভার নির্বাচন হয়৷ যেখানে ৫৯টি আসনে লড়াই করে কংগ্রেস ৪১ আসনে জয়ী হয়ে সরকার গঠন করে৷ মুখ্যমন্ত্রী হন সুখময় সেনগুপ্ত৷ ২০ মার্চ তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন৷ ৬০ সদস্যক বিধানসভায় কংগ্রেস ৪১ আসনে জয়ী হয়৷ সিপিএম পায় ১৬ টি আসন৷ সিপিআই একটি আসন এবং নির্দল প্রার্থীরা দুটি আসনে জয়ী হয়৷ ১৯৭২ সালে মোট ভোটার ছিল সাত লক্ষ ৬৬ হাজার ৯৩ জন৷ কংগ্রেস ভোট পায় ২ লক্ষ ২৪ হাজার ৮২১৷ সিপিএম এক লক্ষ ৮৯ হাজ...

এই সংবাদ সম্পর্কিত