বৃদ্ধের লালসায় সন্তানসম্ভবা পরিচারিকা

--L1pIyD

প্রতিবাদী কলম প্রতিনিধি, মেলাঘর, ১৯ অক্টোবর ৷৷ শুনলেই লজ্জায় মাথা হেঁট হয়ে যায়৷ অথচ যিনি এই জাতীয় ঘটনা করেছেন বা যারা একে প্রশ্রয় দিয়েছেন তারা সগর্বে মাথা উঁচু করে হাঁটছেন৷  যেন হতদরিদ্র পরিবারের ছোট্ট একটি মেয়ের উপর যৌনতার বিকৃত লালসা মিটিয়ে দুনিয়া জয় করেছেন তিনি এবং তারা৷ টাকার জোরে সব কিনে নিতে চাইছেন৷ কিন্তু এলাকার হুজুর নিদান দিয়েছেন, এমন ঘটনা শরিয়ত বিরোধী তাই এর বিচার হবে৷ বুধবার মেলাঘরের কলমক্ষেত এলাকার রাঙ্গামাটিয়ায় বিচারসভা বসবে৷ সেই বিচারে ধর্ষক বৃদ্ধের কি সাজা হয় আর সন্তানসম্ভবা নাবালিকা কন্যাটির পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় তা নির্ধারণ হবে৷ 


মেলাঘর থানা এলাকার কলমক্ষেত মসজিদের উত্তর পাশে হারুন মিঞার বাড়ি৷ বয়স ৫৫ থেকে ৬০-র মধ্যে৷ বাড়িতে তার স্ত্রী এবং বিবাহিত দুই পুত্র৷ তার দূর সম্পর্কের এক ভাইপো’র নাবালিকা কন্...

এই সংবাদ সম্পর্কিত