ভয়াবহ বন্যা লিবিয়ায়, হাজারের বেশি মৃত!

--QnROJv

লিবিয়ার পূর্বাঞ্চলে দের্না এলাকায় ভয়াবহ বন্যা। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার। উদ্ধার করা হয়েছে প্রায় এক হাজার জনকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যা কবলিত এলাকায় এখনও প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ। মঙ্গলবার লিবিয়ার বেনগাজি প্রশাসনের তরফে এই তথ্য জানিয়েছে।

 লিবিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র তাকফিক শুকরি এই দিন বলেন, ২ হাজার ৮৪ জন বন্যায় নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন এখনও প্রায় নয় হাজার মানুষ । এছাড়া বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ ভিটেমাটি ছেড়ে । লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি প্রশাসন ধারণা, প্রায় তিন হাজার মানুষ মারা গিছে এই বিধ্বংসী বন্যায়। অন্য দিকে রাজধানী ত্রিপোলিতে জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আবদুল হামিদ দইবা বলেন, ১৪ টন ত...

এই সংবাদ সম্পর্কিত