‘‘লাগ্লে কৈয়েন, পাইবেন!’’
প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ রাতের নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টার ( এনএসআরসিসি) আর খেলোয়াড়দের নয়, রাতের আরসিসি বিয়েবাড়ির অতিথিশালা৷ শাসকদলের আশীর্বাদপুষ্টদের জন্য এই অত্যাধুনিক সুবিধাযুক্ত দালান খুলে যায়৷ যদিও বিজেপিই নিয়ম করেছে স্পোর্টস অর্গানাইজেশন, পলিটিক্যাল পার্টি, এনজিও, অ্যাসোসিয়েশন, সরকারি দফতর এই দালান বুক করতে পারবে৷ খেলার কাজে হলে ভাড়া ৫০০ টাকা, রাজনৈতিক দলের জন্য ৭৫,০০০ টাকা, আর খেলা ছাড়া অন্য সরকারি দফতর হলে ১০,০০০ টাকা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত৷
সেই আরসিসিতে মঙ্গলবার রাতে এক বিয়েবাড়ির অন্তত ৬০ জন অতিথি এই ইনডোর স্টেডিয়ামে সুখের ঘুম দিয়েছেন৷ আবার এই অতিথিদের ঘুমের আয়োজন হয় বিনা পয়সায়৷ সরকারের ঘরে কিছুই পড়ে না, দাদাদের পকেট যদিও উঁচু হয়ে ওঠে৷ সরকারি আলো,জল খরচ করে সকালে...