ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট আইনকে বুড়ো আঙুল রোগী মারার খেলায় ল্যাব, প্যাথলজিগুলো জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, দফতরের প্রধান সচিবকেও ড্যাম কেয়ার!

--wr8SAQ

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ রাজ্যের হাজার-হাজার রোগী এবং তাদের পরিবারের সঙ্গে ছিনিমিনি খেলছে কিছু অর্থলোভী ব্যবসায়ী৷ ল্যাবরেটরি এবং প্যাথলজিতে নিম্নমানের রক্ত পরীক্ষা সহ নানাবিধ পরীক্ষা করার  নামে রোগীর পরিবারের কাছ থেকে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে এক শ্রেণির ব্যবসায়ীরা৷    স্বাস্থ্য দফতরের তরফে সম্প্রতি একটি আইন কার্যকর হয় রাজ্যের ল্যাবরেটরি এবং প্যাথলজিগুলোকে সঠিক পথে চালনা করার জন্য৷ প্রত্যেক জেলার জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, স্বাস্থ্য দফতরের প্রধান সচিব, প্রতিটি জেলার স্বাস্থ্য আধিকারিকরা উক্ত আইনটিকে কার্যকর করার যে নানা কমিটি, তার সদস্য৷ উনাদের সকলকে বুড়ো আঙুল দেখিয়েই বেআইনিভাবে অর্থ উপার্জনে নেমেছে বিভিন্ন ল্যাব আর প্যাথলজি৷ বৃহস্পতিবার এমন একটি ঘটনা, প্রমাণ সহ এই পত্রিকা দফতরে এসে পৌঁছেছে৷ বিভি...

এই সংবাদ সম্পর্কিত