নিটের প্রক্সি ঃ আটক বাবা-মেয়ে

--jOVKk2

প্রতিবাদী কলম প্রতিনিধি, আমবাসা, ১১ ডিসেম্বর৷৷ মেয়ের জন্য পঞ্চাশ লাখ টাকায়  নিট-এ ডাক্তারি সিট পাওয়ার মতো নম্বর তোলার চুক্তি করেছিলেন ওষুধ ব্যবসায়ী বাবা৷ পরীক্ষা দিতে এক ডাক্তারি ছাত্রীকে পাঠানো হয়েছিল, তিনি ধরা পড়েন পরীক্ষা কেন্দ্রেই, তিনমাস আগের ঘটনা৷ এখন গ্রেফতার হয়েছেন বাবা এবং মেয়ে৷ বাবা-মেয়ে ত্রিপুরার মানুষ, ঘটনা উত্তর প্রদেশ’র৷ গ্রেফতার হয়েছেন ধলাই জেলার কচুছড়ার গোপাল বিশ্বাস ও তার মেয়ে৷ 


ন্যশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রাস টেস্ট( নীট)-এ জালিয়াতির অভিযোগে ত্রিপুরার এক ওষুধ ব্যবসায়ী এবং তার মেয়েকে গ্রেফতার করেছে বারানসীর পুলিশ৷ বাবাকে বিচারবিভাগীয় হেফাজতে এবং মেয়েকে একটি হোমে পাঠানো হয়েছে৷ বারানসীর পুলিশ কমিশনার এ সতীশ গণেশ বলছেন, ত্রিপুরার গোপাল বিশ্বাস নামে ...

এই সংবাদ সম্পর্কিত