সরকারি স্কুলেও পরিকাঠামোর জন্য ফি

--mhtDw4

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ ‘বিদ্যাজ্যোতি’ নাম দিয়ে ১০০ স্কুলকে ‘বিশেষ স্কুল’ করা হচ্ছে৷ তার আগে কিছু স্কুলকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিদ্যাজ্যোতি স্কুল বেসরকারি হাতে যাচ্ছে না, কিন্তু প্রতিটি পড়ুয়াকে বছরে ১০০০ টাকা করে দিতে হবে৷ বিদ্যালয় শিক্ষা অধিকর্তা চাঁদনী চন্দ্রনের মতে ‘সারা বছরে ১০০০ টাকা’৷ এই একশো স্কুলে এখন ছাত্র প্রায় ৯৩ হাজার জন৷ একহাজার টাকা করে প্রতি ছাত্র থেকে নিলে সোয়া নয় কোটি টাকা হচ্ছে মোট৷ শিক্ষামন্ত্রী বলেছেন, সেটা নাকি ‘সিবিএসই নর্মস’ ! সেই টাকা এসএমসি খরচ করবে বলে সাংবাদিক সম্মেলনে শোনা গেছে৷ সেটা নাকি স্কুলের পরিকাঠামো উন্নয়নের ফি৷ এই স্কুলগুলির অর্ধেকের বেশি গ্রামীণ অঞ্চলে৷ এই স্কুলগুলিতে রাজ্যের যেকোনও জায়গা থেকে ছা...

এই সংবাদ সম্পর্কিত